হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার (৩০ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। 


আবুল কাশেম চৌধুরী বলেন, গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সব দলেরই আছে। কিন্ত সেই আন্দোলন যদি সহিংসতা, ভাঙচুর,জ্বালাও পোড়াও হয় তাহলে প্রশাসন কঠোর হস্তে দমন করবে বলে আমি প্রত্যাশা করি। বানিয়াচং থেকে নবীগঞ্জগামী সিএনজি সমস্যা সমাধানে ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রাথমিক ভুমিকা রাখলে পরবর্তীতে উপজেলা পরিষদ ও প্রশাসন যৌথ উদ্যোগে এর সমাধান করা হবে।  


এসিল্যান্ড মোঃ নাজমুল হাসান বলেন, রাস্তাঘাটে বখাটেদের উৎপাত যেখানেই দেখবেন প্রশাসনকে জানাবেন, ধরে নিয়ে এসে শাস্তির নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন বানিয়াচংয়ের ভেতরে কোনো পার্ক নেই। আসুন সকলে মিলে বিনোদনের জন্য একটি পার্ক গড়ে তুলি। তাছাড়া তিনি বলেন উপজেলা সদরের প্রবেশদ্বারে সিএনজি স্ট্যান্ডটি অন্যত্র স্থানান্তর করলে যানজটসহ নিরসন ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।  


অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমি বিশ্বের বৃহত্তম গ্রামে যোগদান করে গর্বিত। যতদুর জেনেছি এ অঞ্চলের মানুষ অত্যনন্ত সহজ সরল। একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধন রয়েছে। তিনি আরও বলেন, মাদকসেবীরা সহজেই অপরাধে জড়িয়ে যায়, তাই তালিকা অনুযায়ী মাদক কারবারি ও সেবনকারীদের গ্রেফতারের ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন, সকলে মিলে কাজ করলে উপজেলাকে সবুজায়ন করা সম্ভব, গত ২৯ জুলাই বানিয়াচং মডেল প্রেসক্লাব মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপণ করেছে। এ ধরনের কাজে সবাই এগিয়ে আসা উচিৎ। 


সভাপতির বক্তব্যে ইউএনও পদ্মাসন সিংহ বলেন, রাস্তাঘাট, ব্রীজ-কালভার্টে বসে স্কুল কলেজগামী মেয়েদের সাথে বখাটেপনা বন্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। জলমহাল সমস্যা সমাধানে প্রশাসন আরও সতর্কতার সহিত কাজ করবে। নির্বাচনকে সামনে রেখে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য ২৪ ঘন্টা মনিটরিং ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জমান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল আহাদ, এরশাদ আলী, নাসির চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী মাওলানা আতাউর রহমান, সেক্রেটারী বিপুল ভ‚ষণ রায়, মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শেখ মোঃ শাহনেওয়াজ ফুল মিয়া, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন ও হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি স্মৃতি চ্যাটার্জি কাজল প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024