বরিশালের বানারীপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের সাত দিন ব্যাপি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই থেকে শুরু করে ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অবদান নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শনী, মাছের পোনা অবমুক্ত, পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্যজিবীদের সাথে মত বিনিময়, বিভিন্ন পুকুরের পানি পরীক্ষা, পরামর্শ প্রদানসহ নানান কার্যক্রমের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মো নাসির উদ্দিনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা। সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আক্তার হোসেন মোল্লা, সহ সভাপতি এ টি এম মোস্তফা সরদার , যুগ্ন সাধারণ সম্পাদক  সুব্রত লাল কুন্ডু, আওয়ামী মৎস্যজীবীলীগের নেতাকর্মী, মৎস্যজিবী, মৎস্য চাষী।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024