|
Date: 2023-07-28 12:47:36 |
‘মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে’- বিএনপির এমন অভিযোগের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আসন্ন আশুরা ও বড় দুটি দলের সমাবেশে সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সন্দেহজনক ব্যক্তি ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে, যা পুলিশের নিয়মিত অভিযানেরই অংশ।বৃহস্পতিবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকরা ডিএমপি কমিশনারের কাছে জানতে চান, গতকাল (বুধবার) সন্ধ্যার পর থেকে রাতের বেলায় বিভিন্ন জায়গায় রেড দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এমন অভিযোগ উঠেছে।
জবাবে ডিএমপি কমিশনার বলেন, দিন-রাত ২৪ ঘণ্টাই আমাদের চেকপোস্ট আছে। ২০১৫ সালে মহরমের সময় তাজিয়া মিছিলে বোমা হামলা হয়েছে। এখন মিছিলের প্রস্তুতি চলছে, আমরা সেই জঙ্গি হামলার কথা ভুলে যাইনি। কাল (শুক্রবার) বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ। এখানে যে কেউ বা কোনো কুচক্রী মহল বাইরে থেকে এসে দুর্ঘটনা ঘটাতে পারে। তাই সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমাদের চেকপোস্ট স্থাপন এবং সন্দেহজনক ব্যক্তি ও মামলা-ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হচ্ছে। এটা নিয়মিত অভিযানের অংশ, এটা বর্তমানে করা হচ্ছে, ভবিষ্যতেও আমরা করব।
এ সময় মোবাইল তল্লাশি করে বিএনপি খোঁজা হচ্ছে- এমন অভিযোগের বিষয়ে ডিএমপিপ্রধান বলেন, আমার কোনো সদস্যের বিরুদ্ধে যদি এ রকম অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে অভিযানে নামিনি।
© Deshchitro 2024