আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে মৎস্য চাষীদের বিভিন্ন পরামর্শ সেবা ও পুকুল-জলাশয়ের পানির গুণাগুণ পরীক্ষা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলার বুধহাটা ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়।


জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত গৃহীত কার্যক্রম পরিাচলনা করা হয়। কার্যক্রমের মধ্যে ছিল উপজেরার গুরুত্বপূর্ণ এলাকার মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা করা। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে কর্মসূচিতে মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহা এবং মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024