আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের অংশ গ্রহনে মতবিনিময় সভা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১ টায় এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোৎ রনি আলম নূর।
উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে উপজেলার ১৬৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশ গ্রহনে মতবিনিময় ও সমন্বয় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুর রকিব। দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দরবেশ-ই- রসুল এর সঞ্চালনায় সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষক মিতা মন্ডল, আঃ রহিম, আবু তাহের, রথীন বাছাড় প্রমুখ আলোচনা রাখেন। সভায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ১০টি করে গাছের চারা রোপন, স্মার্ট শিক্ষক হিসাবে গড়ে উঠে স্মার্ট বাংলাদেশ গঠন, জরাজীর্ণ স্কুল ভবন অপসারণ, স্কুল চত্বরের মৃতবৃক্ষ দ্রুত অপসারনের ব্যবস্থাসহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় ও প্রধান অতিথি দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024