|
Date: 2023-07-26 13:50:47 |
আশাশুনি উপজেলার বুধহাটায় মাদক ইভটিজিং সন্ত্রাস চোরাচালন ও বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বুধহাটা বাজার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধহাটা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আশাশুনি থানার আয়োজনে নারী সমাজ, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ এলাকার সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি সাতক্ষীরা) মোঃ আতিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ। এসআই মিঠুনের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, বুধহাটা বাজার কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, আ’লীগ নেতা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর প্রমুখ। সমাবেশে প্রধান অতিথির ভাষণে অতিঃ পুলিশ সুপার আতিকুল ইসলাম বলেন, পূর্বে আমাদের প্রধান সমস্যা ছিল জনসংখ্যা বৃদ্ধি ও বেকারত্ব। কিন্তু আজকে প্রধান সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বলা হবে- মাদক। মাদকাসক্ততা কেবল ব্যক্তি নয়, বরং গোষ্ঠিকে ধ্বংস করে দিচ্ছে। মাদকাসক্ততা রোধে পরিবার সমাজ এখন হিমশিম খাচ্ছে। প্রাচ্যের ঐতিহ্য পারিবারিক বন্ধন এখন ভেঙ্গে পড়েছে, তাই পরিবার দুর্বল হওয়ায় মানকাসক্ততা বৃদ্ধি পাচ্ছে। তিনি উপস্থিত সকলকে সতর্ক করে দিয়ে বলেন, মাদকেবর সাথে কোন ছাড় নেই। কোন পুলিশ যদি এর সাথে জড়িত থাকে তাহলে আমাদেরকে জানাবেন, সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হোক, প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবেনা। তিনি সকলকে দেশের বর্তমান পরিস্থিতর কথা উল্লেক করে বলেন, গুজবে কান দিবেন না। মোাবইলের মাধ্যমে গুজব ব্যাপক ভাবে ছড়াচ্ছে। নেগেটিভ কোন কিছু দেখলে যাচাই বাছাই না করে গুজব ছড়াবেননা। একটা গোষ্ঠি অনাচার সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে থাকে। তিনি সকলকে এব্যাপারে সতর্ক থাকতে আহবান জানান। বুধহাটা বাজারের প্রহরা ব্যবস্থা জোরদার করতে তিনি আজ তকেই ২ জন পুলিশ নৈশ প্রহরীদের সাথে বাজারে থাকবেন বলে ঘোষণা প্রদান করেন।
© Deshchitro 2024