কওমি শিক্ষা বোর্ড পরীক্ষায় মুমতাযপ্রাপ্ত মেধাবী ছাত্রদের সংবর্ধনা ও ২ লক্ষ টাকা পুরস্কার


মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শেখবাড়ি জামিয়ার ১৪৪৪/২০২৩ শিক্ষাবর্ষের কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় সিরিয়াল মুমতাযসহ মুমতাযপ্রাপ্ত ১২০জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে অবস্থিত 'টি ভ্যালী রেস্টুরেন্ট অ্যান্ড বাজার'। 

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে ভানুগাছ রোডে (রেলগেইট মাদরাসা সংলগ্ন) অবস্থিত টি ভ্যালী রেস্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ ইসলামী নাশিদ সন্ধা।

টি ভ্যালী রেস্টুরেন্টে এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আহমদ আফজল বর্ণভী'র সার্বিক ব্যবস্থাপনায় এবং টি ভ্যালীর আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সরকার স্বীকৃত বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সর্বোচ্চ শিক্ষা বোর্ড 'আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ', বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক), তানযিমুল মাদারিস এবং এদারা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় ১৪৪৪/২০২৩ সেশনে সিরিয়াল মুমতায এবং মুমতাযপ্রাপ্ত (এ প্লাস)১২০জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নগদ ২ লক্ষ প্রদান করা হয়েছে। 

অনুষ্ঠানে বক্তব্য দেন শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী।

শেখবাড়ি জামিয়ার শিক্ষক মুফতি তোফায়েল রাহমানীর সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামি নাশিদ পরিবেশন করেন জনপ্রিয় ইসলামি সংগিত শিল্পী আহমদ আব্দুল্লাহ, কলরব-ঢাকা, নন্দিত ইসলামি সংগিত শিল্পী আবু উবায়দা, দেশনন্দিত উর্দু নাশিদ শিল্পী শেখ এনাম, সৈয়দ ফাহিম হোসেন এবং আল ফারুক শিল্পীগোষ্ঠির শিল্পীরা।

শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিসের দায়িত্বে রয়েছেন বরুণার পীর আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম আল্লামা মুফতি মুহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী। 

শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী বলেন, শিক্ষাক্ষেত্রে আধুনিকতা ও ধর্মীয় শিক্ষাকে এক বৈচিত্রময় রুপদানকারী এক অনন্য প্রতিষ্ঠান শেখবাড়ি জামিয়া। একজন শিক্ষার্থীকে যোগ্য ও দক্ষরুপে গড়ে তোলার ক্ষেত্রে সর্বমহলে জামিয়ার সুনাম রয়েছে। শিক্ষার্থীদের স্রেফ ধর্মীয় গন্ডিতে আবদ্ধ না রেখে সর্বমহলে একজন যোগ্যতাসম্পন্ন নিষ্টাবান কর্মঠ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে জামিয়া বদ্ধপরিকর। এ জামিয়ায় রয়েছেন দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একঝাঁক দক্ষ কর্মতৎপর মেধাবী শিক্ষক। মানুষ গড়ার কারিগর হিসেবে যাদের রয়েছে অভাবনীয় সাফল্য। আরবি, উর্দু, ফার্সি, ইংরেজি ও বাংলা সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত অনেক শিক্ষক রয়েছেন। 

প্রসঙ্গত, শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী ও হাফিজ মাওলানা শেখ সাদ আমীন বর্ণভীর দক্ষ পরিচালনায় শেখবাড়ি জামিয়া পড়ালেখার মানদন্ডে এবং বোর্ড পরীক্ষার ফলাফলে জেলায় প্রতি বছরই ঈর্ষনীয় সাফল্য অর্জন করে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024