কুমিল্লার চৌদ্দগ্রামে দুই সপ্তাহের বেশি সময় ধরে মুরাদ হোসেন(১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ রয়েছে। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার মা মর্জিনা আক্তার বাদী হয়ে শুক্রবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ মাদ্রাসাছাত্র উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মমতাজ মিয়ার নাতি ও পাশ্ববর্তী সদর দক্ষিণ উপজেলার বেলঘর ইউনিয়নের কালরা গ্রামের মাসুদ রানার পুত্র। মুরাদ হোসেনের সন্ধান না পেয়ে মা-বাবাসহ আত্মীয় স্বজনের কান্না থামছে না।

জানা গেছে, ঈদুল আযহার ছুটি শেষে গত ৯ জুলাই রোববার সকালে নানার বাড়ি থেকে মুরাদ হোসেনকে পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার উদ্দেশ্যে পাঠায়। কয়েকদিন পর স্বজনরা জানতে পারে মুরাদ হোসেন মাদ্রাসায় যায়নি। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে দীর্ঘ দুই সপ্তাহ খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। কোন স্বহৃদয়বান ব্যক্তি মুরাদ হোসেনের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮৬৬৭৯৭০৩৫ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024