দীর্ঘ দুই বছর করোনার ঢেউ মোকাবিলা করে এ বছর শান্তিপুর্ন পরিবেশের মধ্য দিয়ে  এবছর অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এসএসসি সমমানের পরীক্ষায় প্রথম দিনে  ১৭৪ জন পরিক্ষার্থী অনুপস্থিত। 

কেন্দ্র সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রথম দিনে এসএসসি বাংলা প্রথম পত্র বিষয়ে ও ভোকেশনালে বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে মোট ১০৪ জন, মাদ্রাসায় কুরআন মজিদ বিষয়ে মোট ৭০ জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া উপজেলার ৯ টি কেন্দ্রেই শান্তিপুর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


এ বিষয়ে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ বাকি বিল্লাহ জানান, বৃহস্পতিবার প্রথম দিনে মোরেলগঞ্জে এসএসসি সাধারণ, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ৪ হাজার ৬৭৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্র রয়েছেন  এসএসসি সাধারণ ১ হাজার ৩৯৯ জন, মাদ্রাসা দাখিল ৬৮৪ জন, এসএসসি ভোকেশনালে ২৩০ জন এবং ছাত্রী রয়েছেন এসএসসি সাধারণ ১৫৬৯,দাখিল ৭৩৫ ও  ভোকেশনাল ৫৭ জন ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024