|
Date: 2023-07-21 04:29:59 |
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় কৃষ্ণসাগর বন্দর নগরী মাইকোলাইভ এবং ওডেসার কাছে অবস্থিত সামরিক স্থপনায় রুশ হামলার নিন্দা জানিয়েছেন। মস্কো বাহিনী সেখানে রাতে এই হামলা চালায়। খবর এএফপি’র।
গুতেরেস তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের মাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেন, রাশিয়ার ‘এই হামলাগুলো ইউক্রেনের বাইরের দেশগুলোর উপরও প্রভাব ফেলেছে। আমরা ইতোমধ্যে বিশ্বব্যাপী গম এবং ভুট্টার দামের ওপর এর একটি নেতিবাচক প্রভাব দেখতে পাচ্ছি যা সকলকে বিশেষকরে বিশ্বে খাদ্য ঝুঁকির মুখে থাকা দরিদ্র মানুষদের ক্ষতির মুখে ফেলে দিয়েছে।’
© Deshchitro 2024