কক্সবাজারের উখিয়া উপজেলায় আলোচিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলার আসামি আজিজুল হককে জামিন দেননি হাইকোর্ট।


বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বুধবার তার জামিন আবেদন ফেরত দেন।


আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জগুল কিশোর বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।


এমরান আহম্মদ ভূঁইয়া জানান, আসামিকে জামিন না দিয়ে তার আবেদন ফেরত দিয়েছেন আদালত।


গত বছরের ১১ সেপ্টেম্বর কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলায় ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।


২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া ক্যাম্পে ৪৮ বছর বয়সী রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি চালিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী।


স্বজনরা দাবি করেন, মুহিবুল্লাহকে রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র সংগঠন আরাকান রিপাবলিকান স্যালভেশন আর্মির (আরসার) সদস্যরা হত্যা করেছেন।


মুহিবুল্লাহ ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ নামের রোহিঙ্গাদের একটি সংগঠনের চেয়ারম্যান। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকার স্কুল শিক্ষক ছিলেন।


মুহিবুল্লাহ উখিয়ার ১-ইস্ট লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-৭ ব্লকে থাকতেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি দেখা করেছিলেন।


মুহিবুল্লার ভাই হাবিবুল্লাহ ওই হত্যাকাণ্ডের পর উখিয়ায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়। ঘটনার পরের বছর ১ এপ্রিল তার পরিবারের ১১ সদস্য কানাডায় চলে যান। তাদের ‘রিফিউজি’ মর্যাদা দিয়ে কানাডায় আশ্রয় দেওয়া হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024