কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবমেরিন ক্যাবল এলাকায় থেকে উখিয়া নিউজ ডটকমের সম্পাদক সাংবাদিক ওবাইদুল হক চৌধুরীর মোটর সাইকেল কক্সবাজার হ ১১-৭৫২৯ রং কালো, ডিসকভার ১২৫ সিসি চুরির ঘটনা ঘটেছে।


আজ মঙ্গলবার (১৮ জুলাই ) সকাল আনুমানিক ৭ টার দিকে বাইক চুরির ঘটনাটি ঘটে। এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



উখিয়া নিউজ ডটকমের সম্পাদক সাংবাদিক ওবাইদুল হক চৌধুরী জানান, রাতে বাইকটি বাড়ির সিঁড়ির নিচে রেখে বাড়ি ৩য় তলায় যায়। সকাল ৭দিকে দিকে সিঁড়ির নিচে গিয়ে দেখি বাইকটি নেই। বাইকটি বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর না পেয়ে কক্সবাজার সদর মডেল থানায় অভিযোগ দায়ের করি।



কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি, চুর শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024