ঠাকুরগাঁওয়ের  বালিয়াডাঙ্গীর সনগাঁও গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি ২৪ গ্রেপ্তার ২ । নিহত ব্যক্তির  স্ত্রী  অকিনা বেগম  ১৪ জনের নাম উল্লেখ্য ও ১০ জনকে অজ্ঞাতনামা   আসামি করে থানায় হত্যা মামলা করেন । মামলায় দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ তারা হলেন আলমগীর চৌধুরী ও লুৎফর  রহমান চৌধুরী। দু'জন দুওসুও  ইউনিয়নের সনগাঁও গ্রামের হারেসুল চৌধুরীর ছেলে । গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ । বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি খাইরুল আলাম । মামলার অন্যান্য আসামিরা হলেন  নিহত ব্যক্তির বড় ভাই জাকির হোসেন চৌধুরী, আশরাফুল ইসলাম চৌধুরী, ইয়াসিন আলী , হারিসুল ইসলাম, শফিকুল ইসলাম, ফরিদ উদ্দিন, বেলাল উদ্দিন, অলিউর রহমান , রাইস উদ্দিন, দুলাল উদ্দিন, বর্ণালী, মনোয়ারা বেগম ও রুবিনা আক্তার । পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে ঘটনার দুই দিন পর মঙ্গলবার বিকেলে থানায় অভিযোগ দেন নিহত ব্যক্তির স্ত্রী অকিনা বেগম  । গত রবিবার রাতে জমি নিয়ে বিরোধের জেরে  তিন ভাই মিলে  কুপিয়ে জখম করে আরেক ভাই কামরুজ্জামান ওরফে পালানো চৌধুরীকে ( ৫০)।তাকে বাঁচাতে গিয়ে আহত হন স্ত্রী অকিনা বেগম, ছেলে সারোয়ার চৌধুরী ও অন্তঃসত্ত্বা মেয়ে  উম্মে হাবিবা কলি। 

পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে দিনাজপুর  এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিলে পরদিন চিকিৎসাধীন অবস্থায়  কামরুজ্জামান ওরফে পালানু চৌধুরী  মারা যান ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024