|
Date: 2023-07-09 12:54:03 |
মোঃ
আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ মোঃ জাহাঙ্গীর
আলম নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ৮ই জুলাই দিবাগত রাতে কলারোয়া
উপজেলার গয়ড়া বাজারের চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার
করা হয়। রোববার ৯ই জুলাই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে
হস্তান্তর করা হয়েছে।
জেলা
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
মোঃ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জেলার গুনাগুরী থানার বাঁশখালী গ্রামের মৃত মীর আহম্মদের
ছেলে।
ওসি
জানান, কলারোয়া থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতায়
বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক
কারবারি মোঃ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার
টাকা। গ্রেফতার মোঃ জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন
স্থানে সরবরাহ করতেন। আজ রবিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের
করে আদালতে হস্তান্তর করা হয়েছে।
© Deshchitro 2024