মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

টানা ৫দিন আমদানি রপ্তানি বন্ধ থাকার আজ রোববার ২রা জুলাই থেকে চালু হয়েছে ভোমরা স্থলবন্দর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা পাঁচদিন বন্ধ ছিল। গত ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন খোলা ছিল।

 

এ সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু'দেশের পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। ভোমরা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম খান বলেন, মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার ২৭শে জুন থেকে ১লা জুলাই শনিবার পর্যন্ত টানা ৫দিন ভোমরা বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

 

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে আবার বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024