আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ আসামীকে আটক করেছে।  গ্রেফতারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম’র নেতৃত্বে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলাম সিহাব ও এএসআই সোয়ান হোসেন অভিযান চালিয়ে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে আবু রায়হানকে ২’শ গ্রাম গাজাসহ এবং অন্য মামলার আসামী একই গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র বাহারুল আলমকে গ্রেফতার করেন। অপরদিকে আশাশুনি থানার এসআই আব্বাস আলী অভিযান চালিয়ে দরগাহপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের মৃতঃ চেনে গাজীর ছেলে সাহেব আলী গাজী ও এসআই বিজন কুমার সরকার খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের মৃত সোবহান সানার ছেলে হাসান সানাকে গ্রেফতার করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024