|
Date: 2023-06-27 13:40:18 |
শেরপুর জেলার ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ২৬ জুন সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলো উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের দেবোত্তর পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ রাশেল হাসান (১৯)। থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোঃ মনিরুল আলম ভূইয়া’র নির্দেশে এসআই মাসুদ রানা, এএসআই নাইমুন হাসানসহ একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে ঝিনাইগাতী উপজেলার রাঙ্গামাটিয়া এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর ২৭ জুন মঙ্গলবার দুপুরে শেরপুর কোর্টে সোর্পদ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© Deshchitro 2024