ঝালকাঠির নলছিটিতে সেবা ক্লিনিকের একযুগপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়েছে। সোমবার দিনব্যাপী এ আয়োজনে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ডাক্তার ও বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় এই ফ্রি ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে। 


এ উপলক্ষে ক্লিনিকে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান। এছাড়া জেলা, উপজেলা বিভিন্ন  সাংবাকর্মীরা অংশগ্রহন করেন। 

বক্তারা সেবা ক্লিনিকের এক যুগপূর্তিতে তাদের  শুভেচছা জানান। তাদের ফ্রি মেডিকেল ক্যাম্পিং'র সাধুবাদ জানিয়ে সেবা ক্লিনিকের সাফল্য কামনা করেন। এরপর উপস্থিত অতিথিদের সম্মানার্থে মর্ধাহ্নভোজের আয়োজন করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024