|
Date: 2023-06-25 16:24:22 |
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় আসন্ন ঈদ-উল-আযাহা উপলক্ষে সিএনজি, অটোরিক্সা চুরি/ছিনতাই রোধকল্পে মালিক, শ্রমিক, ড্রাইভার ও সুধিজনদের নিয়ে সরিষাবাড়ী থানাধীন তারাকান্দি মোড়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করে। তাছাড়াও উক্ত আলোচনা সভায় চালকদের যত্রতত্র পার্কিং, রাত্রিতে অপরিচিত যাত্রীদের বিষয়ে অধিক সচেতনতা অবলম্বন এবং মধ্যরাতের পরে (বিশেষ প্রয়োজন ব্যতীত) রির্জাভ ট্রিপে না যাওয়ার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
© Deshchitro 2024