আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ জুন) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল ইসলাম বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। উপজেলার ১১ ইউনিয়নের ৫০০ জন কৃষককে ৫টি করে নারিকেলর চারা প্রদান করা হয়। এসএপিওি মোঃ বিল্লাল হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার সহকারী কৃষি কর্মকর্তা অরবিন্দু কুমার মন্ডল, মুজিবর রহমান, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, জাহিদ হাসান, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024