|
Date: 2023-06-24 10:33:37 |
বর্ণাঢ্য
আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সাধারণ সভা ও ২০২৩ -২৪ অর্থ বছরের
১’শ ২ কোটি টাকার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৪শে জুন বেলা ১২ টায় সুশীলনের
সাতক্ষীরা কালিগঞ্জস্থ আঞ্চলিক কার্যালয়ে কার্য- নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী
আজিজুর রহমান এর সভাপতিত্বে সংস্থার ৫৬ তম সাধারণ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সুশীলনের
নির্বাহী পরিচালক বহুগুনে গুনান্বীত ব্যাক্তিত্ব উপকূল বন্ধু খ্যাত মোস্তফা নুরুজ্জামান।
সভায়
বক্তব্য রাখেন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান একেএম
জাফরুল আলম বাবু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি
শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি
কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি
এম হাফিজুর রহমান শিমুল, সহ সভাপতি এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, অর্থ সম্পাদক আলমগীর
হোসেন, দপ্তর সম্পাদক শিমুল হোসেন ও শেখ আল নুর আহমেদ ঈমন প্রমুখ।
সুশীলনের
উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুশীলনের কার্য-নির্বাহী
কমিটির সদস্য চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক অধ্যাপক আব্দুল হান্নান, সাবেক অধ্যাপক শ্যামাপদ
দাশ, অধ্যাঃ শাহারিয়ার খাঁন রিপন, সহকারি অধ্যাপক ফারুক হোসেন, মনির হোসেন, জাহানারা
পারভীন, ফিরোজা পারভীন, নজরুল ইসলাম, সেলিমা ইয়াসমিন, মোস্তফা কবিরুজ্জামান মন্টু,
সৈয়েদ মাহমুদুর রহমান, সেলিমা ইয়াসমিন, সেলিনা সাঈদ, শেখ আবু আব্দুল্লাহ, এ্যাডঃ জাফরুল্লাহ
ইব্রাহিম, শেহেলী পারভীন ঝর্ণা, প্রতিমা রানী,
শামসুন্নাহার,
কনিকা রানী সরকার, মিলন হোসেনসহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সাধারণ
সভা শেষে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট অধিবেশনে ১’শ ২ কোটি পয়ষট্টি লক্ষ, উননব্বই হাজার,
আটশত ছাপ্পান্ন টাকার বার্ষিক বাজেট পেশ করেন সুশীলনের কোষাধ্যক্ষ ও উপজেলা লেডিস ক্লাবের
সম্পাদিকা ঈলাদেবী মল্লিক। এ সময়ে উপস্থিত ছিলেন সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,
সরকারী ও বে- সরকারী উন্নয়ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও আমন্ত্রিত
অতিথিবৃন্দ।
© Deshchitro 2024