|
Date: 2023-06-23 13:40:51 |
বগুড়ার আদমদীঘিতে গোয়াল ঘরের তালা কেটে বাছুরসহ দুই গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার (২২জুন) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের চকবাড়িয়া পশ্চিমপাড়ায় এ গরু চুরির ঘটনা ঘটেছে।
জানাযায়, আদমদীঘি উপজেলার চকবাড়িয়া পশ্চিমপাড়ার আব্দুর রাজ্জাক দেওয়ান তার বাড়িতে গরু পালন করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি গোয়াল ঘরে দেশী জাতের একটি বাছুর ও একটি গাভী গরু রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে চোরেরা ওই গোয়াল ঘরের তালা কেটে গরু দুটি চুরি করে নিয়ে যায়।
গরুর মালিক আব্দুর রাজ্জাক জানান, চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য সোয়া এক লাখ টাকা।
© Deshchitro 2024