|
Date: 2023-06-21 11:23:43 |
কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধীনস্থ ঘুমধুম বিওপি কতৃক ১ জন আসামী সহ এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ৫০,০০০ পিস বার্মিজ ইয়াবা আটক করা হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুর ২:১০ ঘটিকার দিকে সাধারণ এলাকা কাস্টম মোড় হতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৫০,০০০ পিস ইয়াবা সহ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপিস্থ বালুখালী জলপাই তলী এলাকার নুরুল আলমের ছেলে মো: রাসেল উদ্দিন (২১) কে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের বিবরণ: বার্মিজ ইয়াবা ট্যাবলেট = ৫০,০০০ পিস। মূল্য ৫০,০০০ × ৩০০/= ১,৫০,০০,০০০ টাকা। (এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা)।
বিজিবি জানিয়েছেন, আসামিসহ আটককৃত মালামাল উখিয়া থানায় মামলা দায়েরের উদ্দেশ্যে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024