|
Date: 2023-06-21 09:31:24 |
মোঃ
আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা
আশাশুনিতে দলিত সংস্থার উদ্যোগে মনো সামাজিক বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ
বুধবার ২১শে জুন সকাল ১০.৩০ টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
এফএডিএফ
এর অর্থায়নে স্টেনদেনিং হেলথ এন্ড এডুকেশন অফ দ্যা চিল্ড্রেন এন্ড দিয়ার ফ্যামিলিস
অফ সুন্দরবন ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় দলিত এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা
নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা ভাইস চেয়ারম্যান
অসীম বরণ চক্রবর্তী। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন প্রজেক্ট
ম্যানেজার নিরঞ্জন বর্মণ।
সহকারী
প্রজেক্ট ম্যানেজার এইচএম ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আরএমও ডাঃ
প্রসূন কুমার মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মফিজুল ইসলাম, মহিলা ভাইস
চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, সহকারী শিক্ষা
অফিসার আবু সেলিম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামান, এনজিও সমন্বয়কারী মৌমাছি
পরিচালক সুশান্ত মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায়
মনো সামাজিক ডিজিজে আক্রান্ত শিশুর পিতা মনোজ কুমার দাশসহ কয়েকজন তাদের অনুভূতি ও চাহিদার
কথা তুলে ধরে বক্তব্য রাখেন। সভায় উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবা, কৌশোর কালীন
স্বাস্থ্যসেবা কেন্দ্রে কাউন্সিলিং, বিদ্যালয়ে ও কিশোর কিশোরী ক্লাবে জীবন দক্ষতামূলক
শিক্ষা এবং স্বাস্থ্য কর্মীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ ব্যবস্থা করার সুপারিশ
করা হয়।
অতিথিবর্গ
উপজেলা পর্যায়ে ধনী-গরীব সকলের জন্য মানসিক স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তার কথা স্বীকার
করেন এবং উর্দ্ধতন ফোরামে উত্থাপনের আশা ব্যক্ত করেন।
© Deshchitro 2024