আশাশুনিতে ইসলাম ধর্ম অবমাননার দায়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্ববর) রাতে পুলিশ তাকে আটক করেন।  
থানা সূত্রে জানাগেছে, মহান আল্লাহ তায়ালা, আল-কোরআন ও হযরত মুহাম্মাদ (সাঃ) সম্পর্কে তার নিজ ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ বক্তব্য সম্বলিত পোষ্ট করে শ্রীউলা ইউনিয়নের দক্ষিণ পুইজালা গ্রামের গুরুদাশ বাছাড়ের ছেলে মিহির কান্তি বাছাড়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তড়িত পদক্ষেপ গ্রহন করেন এবং বড়দল ব্রীজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই নূর হোসেন ও এএসআই মোজাফ্ফার তাকে আটক করেন। তার বিরুদ্ধে থানায় জিডি করে শুক্রবার আদালতে চালান করা হয়েছে। অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ধর্ম অবমানার মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024