|
Date: 2023-06-19 13:22:03 |
আশাশুনি সরকারি কলেজের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়েছে। সোমবার (১৯ জুন) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর খুলনায় এ চুক্তি স্বাক্ষরিত হয়।
আশাশুনি সরকারি কলেজ বিগত ৩ বছরে কি কাজ করেছে, বর্তমান বছরে কি কাজ করা হয়েছে বা হচ্ছে এবং আগামীতে কি কাজ করা হবে, তা উল্লেখ পূর্বক আগামীতে কাজ সম্পাদনে প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয়তা/চাহিদা ইত্যাদি উল্লেখ পূর্বক বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর করা হয়। এ চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল কালাম আজাদ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনার রশিদ।
© Deshchitro 2024