সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ
খলিলুল্লাহ ঝড়ু আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে মত বিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি আশাশুনিতে আগমন করেন।
ঢাকাস্থ
সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি, সাতক্ষীরা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের
চেয়ারম্যান, সীমান্ত আদর্শ কলেজ সাতক্ষীরার সভাপতি, যুব একাডেমী সাতক্ষীরার
চেয়ারম্যান খলিলুল্লাহ ঝড়ু মত বিনিময়কালে বলেন, জেলা পরিষদ স্থানীয়
সরকারের একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। আমি একজন সচেতন ও প্রগতিশীল নাগরিক
হিসাবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিতে চাই। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের
সংকটে পতিত সাতক্ষীরা জেলার জন্য সময়োপযোগি সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক
পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে ২২ লক্ষ মানুষের সুপেয় খাওয়ার পানির ব্যবস্থা,
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশীদার সমৃদ্ধ প্রকল্প বাস্তবায়ন, উন্নয়ন
বঞ্চিত এলাকা চিহ্নিত করে বরাদ্দ প্রদান ও দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠন
করতে চাই। পৃথক পৃথক মতবিনিময়কালে তিনি শ্রীউলা, আশাশুনি সদর ও শোভনালী
ইউনিয়ন পরিষদে স্ব স্ব ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের সাথে কথা বলেন।