|
Date: 2023-06-17 04:08:24 |
বরিশাল নগরীতে চলতি সপ্তাহে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পন্য বিতরণ কার্যক্রম। তারিখ এখনো চূড়ান্ত না হলেও সোম অথবা মঙ্গলবার পন্য বিতনের কথা জানিয়েছেন বরিশাল টিসিবি কর্তৃপক্ষ। গত মাসের মত এবারও থাকছে না চিনি। তবে সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমে ১০০ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া মশুর ডালের দামও থাকছে অপরিবর্তিত।টিসিবির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শতদল মন্ডল বলেন মে মাসে আমরা ২১ তারিখ পন্য বিতরন শুরু করেছিলাম এবারও এরকম হবে। সোম,মঙ্গলবারই পন্য বিতরন শুরু করতে পারব। শুধু ঢাকা সিটি এলাকা ছাড়া চিনি দেশের কোথাও দেওয়া হচ্ছে না জানিয়ে তিনি বলেন চিনি সংকট সমাধানে টিসিবি কর্তৃপক্ষ ও বানিজ্য মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। আশা করছি খুব দ্রুত সময়ে পন্যেও তালিকায় চিনি যুক্ত হবে। তিনি আরো বলেন বিশ বাজারে তেলের দাম কমায় সরকার লিটারে ১০ টাকা কমিয়ে দিয়েছে। যথারীতি প্রথমে নগরীর ১ থেকে ১৫ নং ওয়ার্ডের ডিলারদের এবং পরের দিন ১৬ থেকে ৩০ নং ওয়ার্ডের ডিলারদের পন্য দেওয়া হবে। ফ্যামিলি কার্ডে চাল বিতরনের বিষয়ে তিনি বলেন বলতে পারেন সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এখন কবে থেকে এবং কত টাকা কেজি নির্ধারন হবে এসব নিয়ে কাজ করছে টিসিবি ও বানিজ্য মন্ত্রনালয়।
© Deshchitro 2024