মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে বিকেলে আরো ৬জন আহতের খবর পাওয়া গেছে। এর আগে দুপুরে বজ্রপাতে এক শিশু নিহত এবং ১ জন আহত হয়েছিলেন। শুক্রবার (১৬ জুন) বিকেল ৫টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে আর ৭জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে ভূনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রামের ইমন মিয়া (১২) এক শিশু নিহত হন। আহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম ভাড়াউড়ার জিয়াউর রহমান (১১), আশিদ্রোন ইউনিয়নের শাহজানপুর এলাকার ইয়ারুন আক্তার (৩০), রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের দয়াল চাষা (২৪), কির্তন তত্ত রায় (২৫), রানা পাটনায়েক (২৪), সজিব কুরমী (২০), অসিম চাষা (২৭)।


এবিষয়ে শুক্রবার বিকেল ৫টায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর জরুরি বিভাগে ডিউটিরত চিকিৎসক ডা. তানজিনা আক্তার জানান, এখন পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ১ শিশুর মৃত্যুসহ আহত হয়েছেন ৭জন। গুরুতর আহত দয়াল চাষা-কে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024