সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান এর তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে থানার এসআই ফকির জুয়েল রানা, এএসআই জিয়াউর রহমান,  এএসআই গোলাম মোস্তাফা সঙ্গীও ফোর্স একটি বিশ্বস্থ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া আজ ০৯ই জুন ২৩, বেলা ২.৩০ টায় সাতক্ষীরা থানাধীন কুশখালী দক্ষিনপাড়া সাকিনস্থ ছয়কুড়ো নামক স্থানে ছয়কুড়ো জামে মসজিদ সংলগ্ন মক্তবের মোড় টু ছয়কুড়ো গামী পাকা রাস্তার উপর হইতে কুশখালী (মাঝেরপাড়া) গ্রামের মোঃ কওসার হোসেন এর ছেলে মোঃ নাঈম হোসেন (২৪), উপজেলা/থানা- সাতক্ষীরা সদর, জেলা -সাতক্ষীরা কে গ্রেফতার করেন। এ সময় ধৃত আসামীর হেফাজত হইতে ০২ (দুই) কেজি গাঁজা, যার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ সংক্রান্তে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা  হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024