|
Date: 2022-09-07 09:05:28 |
◾হে নারী ◾
মো. ওমর ফারুক
হে নারী !
ইসলাম তোমায় দিয়েছে সম্মান
কী রাখলে তুমি তার দাম;
অর্ধনগ্ন পোশাকে তুমি পুরাই উলঙ্গ।
সর্বজনের চক্ষুর সামনে তোমার বেপর্দা অঙ্গ
সুস্থ জ্ঞানে পরিচর্যা করো তোমার ধর্ম;
তাহলে বুঝবে তুমি,
কী তোমার মর্ম।
শালীনতার দোহাই দিয়ে বলছি তোমাদের
আর করোনা ইজ্জতের অনাদর
নিয়তির হিসাবনীতি বুঝবে আর কবে;
পরপারের পরিত্রাণ মিলবে না আর তবে।
© Deshchitro 2024