|
Date: 2023-06-05 14:05:15 |
“প্লাস্টিক দূষণের সমাধানে সামিল হই সকলে” এ মূলসুরের উপর ভিত্তি করে নালিতাবাড়ী উপজেলা কারিতাস সিড্স কর্মসূচি মেষকুড়া সূর্যের কিরণ ওয়ার্ড কমিটির আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। ৫ জুন সোমবার দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মেষকুড়া সূর্যের কিরণ ওয়ার্ড কমিটির সভানেত্রী ছায়া নকরেক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ীর উপসহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন। এছাড়াও সমাজসেবী রিনিকা চিরান, কারিতাস সিড্স কর্মসূচির উপজেলা সমন্বয়কারী অনন্যা সাংমা, মাঠ সহায়ক হাসিনা স্নাল, সালসেং সাংমা, সুবল ম্রং ও বেবী অমিতা সাংমাসহ ওয়ার্ড কমিটির ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২ টি করে ফলদ চারা বিতরণ করা হয়।
© Deshchitro 2024