জামালপুর জেলার সরিষাবাড়ী  উপজেলার কামরাবাদ ইউনিয়নের বরবাড়িয়া ঈদগাহ মাঠের উন্নয়নের টাকা আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, বিগত ৪০-৫০ বছর আগে  বড়বাড়িয়া গ্রামের আঃ রহমান মন্ডল ঈদগাঁ মাঠের জন্য ৩০ শতাংশ জমি দান করেন। এ ঈদগাহ মাঠে ৩/৪টি গ্রামের  বডবারিয়া, পাঁচ বড়বাড়িয়া  ধারাবর্ষা ও কান্দারপাড়া গ্রামের জনগণ ঈদের নামাজ আদায় করেন। বিগত ২০-২৫ বৎসর আগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মালেক মাঠের উন্নয়নের কাজ করেন। এরপর দীর্ঘ ২০/২৫  বৎসরেও উক্ত মাঠটির উন্নয়ন বা সংস্কারের জন্য কোন কাজ করা হয় নাই। উক্ত ঈদগাহ মাঠের জন্য গত ২০২১-২২ অর্থবছরে জেলা পরিষদ থেকে উন্নয়ন কাজের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ করা প্রদান করা হয়। গত অর্থবছরে উক্ত টাকা উত্তোলন করা হলেও মাঠ উন্নয়নের কোন কাজ করা হয় নাই। এ ব্যাপারে বর-বাড়িয়া গ্রামের চান মন্ডল,ও অন্যান্য গ্রামবাসী জানান, দীর্ঘ ২০/৩০  বছর আগে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মালেক সাহেব উন্নয়ন করার পর হতে এই ঈদগা মাঠ উন্নয়নের কাজ হয় নাই। তাই তিনি ঈদগাহ মাঠ উন্নয়ন ও সংস্কারের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।  এ বিষয়ে এলাকার সাধারণ মানুষের মাঝে নানা ধরনের সমালোচনার  হচ্ছে। তাই জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিষদ তথা সরকারি মহলের সুদৃষ্টি এলাকা বাসির একান্ত কাম্য।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024