কাউকে অতোটাও মূল্য দিতে নেই

যতটা মূল্য পেলে কেউ অ'হংকারী হয়ে উঠে 

মূল্য দেওয়ার মূল্যায়নই করতে পারে না,

মূল্য এক অমূল্য সম্পদ যা টাকায় কখনো মিলে না

টাকায় নাকি বাঘের চোখও মিলে

কিন্তু কই মূল্যায়ন তো মিলে না!;

কারোর মা'য়ায় অতোটাও পড়তে নেই

যতটা মা'য়ায় পড়লে নিজেকে নে'শাগ্রস্ত মনে হয়

আর নে'শাগ্রস্ততা কাটিয়ে তোলার সে চেষ্টাও করে না,

বরং নে''শাখোর আখ্যা দিয়ে ছে'ড়ে যেতে

সে কখনোই দ্বিতীয় বার ভাবে না

এটা তারই প্রমাণ, 'কোনো নে'শাই যে ভালো না'!;

কাউকে অতোবারও আ''টকাতে নেই

যতবার আটাকাতে দেখলে সে হ্যাংলা মনে করে 

থাকার চেষ্টাটুকুও করে না,

ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ 

রেখে দিতে চাওয়া আর পারা, দুটোই যে ব'ড্ড ক'ঠিন 

যারা ছে'ড়ে যেতে চায় তারা থেকে যাওয়ার সুখই বোঝে না;

কাউকে অতোটাও বিশ্বাস করতে নেই

যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভা'ঙ্গলে

বিশ্বাস শব্দটাকেই আর বিশ্বাস করা যায় না,

বিশ্বাস বড্ড দামি জিনিস অপাত্রে দান করতে নেই,

কথায় আছে না, অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে থৈথৈ করে! 

তাই কাউকেই বিশ্বাসের ভান্ডার উজাড় করে দেওয়া ঠিক না;

কাউকে অতোটাও গুরুত্ব দিতে নেই

যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর

কোনো গুরুত্ব থাকে না,

কারো কাছে গুরুত্ব পাওয়া কতটা পরম প্রাপ্তির বিষয় 

সেটা উপলব্ধি করার ক্ষ'মতা সবার থাকে না

আর তাই কাউকেই নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না;

কাউকে অতোটাও ভালোবাসতে নেই

যতটা ভালোবাসার পর ঠ'কে গেলে 

আর নিজের প্রতিই ভালোবাসা থাকে না,

মানুষে গি'চগিচ করা কোলাহলের এই শহরে তখন-

নিজেকে ভীষণ একলা লাগে, বেঁচে থাকাটাই যেন দায়!

দী'র্ঘশ্বাস ছাড়া আর কিছুই সঙ্গী হয়ে রয় না;

কাউকে অতোটাও ক'ষ্ট দিতে নেই

যতটা ক'ষ্ট পেলে কেউ প্রার্থনায় বসেও কান্না করে ফেলে

আর সে চোখের জল যদি একবার স্রষ্টার পা স্পর্শ করে তবে তোমার ক্ষ'মা পাওয়ার আর কোনো রাস্তাই থাকবেনা।

লেখক : প্রণব মন্ডল, কবি & শিক্ষার্থী ; খুলনা বিশ্ববিদ্যালয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024