রিটার্নিং অফিসার কার্যালয়, বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি বরিশালে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয় আজ ২৭ মে রাত ৮ টায়। এ সময়  উপস্থিত ছিলেন বিএমপি কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম (বিপিএম-বার)সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন  জনাব কাজী হাবিবুল আউয়াল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন বিগ্রেডিয়ার জেনারেল জনাব মোঃ আহসান হাবিব খান(অবঃ), সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা জনাব মোঃ জাহাংগীর আলম।মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় তার বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন ধরনের কার্যক্রম হলে সংশ্লিষ্ট কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। জনসাধারণ যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে সকল ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে নির্বাচনী এলাকার পুলিশী টহল ব্যবস্থা জোড়দার করা সহ নিরাপত্তা সংক্রান্তে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এসময় প্রধান অতিথি মহোদয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার পরামর্শ প্রদান করা হয় এবং জনসাধারণ যেন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।  এ সময় আরও উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি বরিশাল জনাব এস এম আক্তারুজ্জামান,অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স ও ক্রাইম এন্ড অপারেশন) জনাব আবু আহাম্মদ আল মামুন, রির্টানিং অফিসার (বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩) জনাব মোঃ হুমায়ুন কবির, সিও র‌্যাব -৮ বরিশাল লেঃ কর্ণেল জনাব মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, জেলা প্রশাসক জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব ওয়াহিদুল ইসলাম সহ নির্বাচন কমিশনের কর্মকতাবৃন্দ, পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, নির্বাচনের প্রার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024