জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের  উদ‍্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বর্ণিল আয়োজনে পালিত হয় ' শরৎ উৎসব পালন-১৪২৯'।

রবিবার (৪সেপ্টেম্বর) বাংলা ঋতু শরৎ কালের আগমণ উপলক্ষ্যে এ আয়োজন করেন বিবিএ অনুষদের ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।


'শুভ্র- নীল শাড়ি পরে, মেঘের ভেলায় ভেসে, শরত এলো শিমুল তুলোয়, কাশফুলের দোলায় নেচে' প্রতিপাদ্যকে সামনে রেখে বাঙালির ঐতিহ্য স্মরণে এবারের বর্ণিল আয়োজন।

 সকাল ১০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও অনুষ্ঠানের সভাপতি ছিলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ‍্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এমবিএ প্রফেশনাল প্রোগ্রামের ডিরেক্টর অধ‍্যাপক মোঃ মিজানুর রহমান।

  অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমদের সাংস্কৃতিক যে ঐতিহ্য  সেগুলো আমরা সমুন্নত রাখতে চাই এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে। এই দেশকে এগিয়ে নিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রোগ্রামেও অংশগ্রহণ করতে হবে।


 বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, শরৎ উৎসব অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের জন্য মাইলফলক হয়ে থাকবে। এসব আয়োজনের মাধ্যমে সাংস্কৃতিক পরিমন্ডল বিস্তৃত  হয়। আমরা আশা করি এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


এসময় বাঙালি ঐতিহ্য স্মরণে বর্ণিল নৃত‍্য,গান,দলীয় নাচে অংশগ্রহণ করেন ম‍্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৪, ১৫ ও ১৬তম ব‍্যাচের শিক্ষার্থীবৃন্দ । আরও গান পরিবেশন করেন দেশের অন‍্যতম তরুণ ব‍্যান্ড 'আবোল-তাবোল' ব‍্যান্ডের সদস‍্যরা ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024