|
Date: 2023-05-20 17:50:58 |
বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্প্রট্রনায়ক প্রধানমনত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষে কেন্দ্র ঘোষিত দেশব্যাপি যুবলীগের শান্তিসমাবেশের অংশহিসেবে দিনাজপুরেও বাংলাদেশ আওয়ামীযুবলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে শান্তিসমাবেশ অনুষ্ঠিত হয়।
২০মে শনিবার সকাল ১১টায় দিনাজপুর শহরের নিমতলা মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামীযুবলীগ দিনাজপুর জলা শাখার সভাপতি রাশেদ পারভেজের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীদের উপস্থিতিতে শান্তিসমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামীযুবলীগ দিনাজপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ ন্যান্যদের ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার রিয়েল,আশরাফুল ইসলাম,সদর উপজেলা যুবলীগের সদস্য হান্নান সরকার প্রমুখ।এছাড়াও শান্তি সমাবেশে মহিলা নেতৃত্বদের মধ্যে উপস্তিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আফরোজ আফসানা ইমু,তাসপিয়া তাবাসুম এশা,তিথি সরকার প্রমুখ।এসময় বক্তারা বলেন দেশব্যাপি বিএনপি জামাত নৈরাজ্য সৃষ্টি করে দেশের যে ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছে তা কখনোই বস্তবায়ন হবে না। জননেত্রী শেখহাসিনার নেতৃত্বে দেশের যেফ্লকোন দূর্যোগময় পরিস্থিতিতে বাংলাদেশ যুবলীগ তথা দিনাজপুর জেলা শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে যুবলীগ নেতা ও কর্মীরা জানান।
© Deshchitro 2024