“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সদরের উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। ১৮ মে ২০২৩ বৃহস্পতিবার সকালে স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, ডিরেক্টর অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, রংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, কালব শেরপুর জেলার ব্যবস্থাপক তোফায়েল আহম্মেদ, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. প্রাঞ্জল এম সাংমাসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024