|
Date: 2023-05-17 22:35:44 |
আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) দুপুর ১২ টায় আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
নব নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী মোঃ সামসুল আলম। প্রধান অতিথির বক্তব্যে ঢালী সামসুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আমি দীর্ঘদিন ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলাম। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় সুুুস্থ হয়ে আবারও সবার সামনে উপস্থিত হতে পেরেছি। আমি সব সময় এই প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে শিক্ষক কর্মচারী অভিভাবক সদস্য ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করার চেষ্টা করেছি। স্কুলের নতুন প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান গত ১১ মে দায়িত্ব গ্রহনের পর স্কুলের দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা মুক্ত হয়েছে। আমি বিশ্বাস করি তিনি সকল শিক্ষক অভিভাবক সদস্য এবং অভিভাবকদের সমন্বয়ে স্কুলের শিক্ষা ব্যবস্থাসহ পারিপার্শ্বিক ও অবকাঠামোগত উন্নয়ন সাধন করবেন। সভাপতির সমাপণী বক্তব্যে প্রধাান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সকলকে নিয়ে শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করব। তিনি বালিকা বিদ্যালয়কে একটি মডেল বিদ্যালয় গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনম আলমগীর কবিরের সঞ্চালনায় সভায় সহকারী শিক্ষক সুনীল চন্দ্র মন্ডল, বিদ্যুৎ বরণ মন্ডল, রবি শংকর রায়, অভিজিৎ মল্লিক, আবুল ফজল পলাশ, মনজুর হোসেন, রিজভী সুলতানা, সালাহ উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন, মোঃ ইলিয়াস হোসেন, স ম ফজলুর রহমান, আকিবর হোসেন, সংরক্ষিত সদস্য হালিমা খাতুন, বিদ্যোৎসাহী সদস্য সিরাজুল ইসলাম, বিদ্যালয়ের কর্মচারী আজমল হোসেন, অফিস সহায়ক ওহিদুজ্জামান, ওয়ালিদ হোসেন, সুন্নত আরা পারভীন, সুরাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024