|
Date: 2023-05-16 22:37:45 |
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের রেডালুকোনা থেংসুয়া ওয়ার্ড কমিটি ও পোড়াগাও ইউনিয়নের মেষকুড়া ওয়ার্ড কমিটিতে কারিতাস সিড্স প্রকল্পের উদ্যোগে খাসভূমি-খাসভূমি বন্দোবস্ত ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ১৩ মে শনিবার প্রশিক্ষণটি পরিচালনা করেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রেজাউল করিম। প্রশিক্ষণে খাসজমি ব্যবস্থাপনা, কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদানের মাধ্যমে ভূমিহীন পুনর্বাসন, বনভূমির ড়জরিপ ও রেকর্ড কার্যক্রম, সংরক্ষিত বন সম্পর্কীত বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে ডালুকোনা ও মেষকুড়া ওয়ার্ড কমিটির মোট ২০ জন সদস্য উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024