মাদারীপুরের শিবচর ডায়াবেটিক সমিতির উদ্যোগে ৫শ রোগী বিনামূল্যে চোখ ও ডায়াবেটিস রোগের চিকিৎসা পেয়েছেন। শনিবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা ক্যাম্পেইন উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন।
জানা যায়, শনিবার উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে কুতুবপুর ও কাদিরপুর ইউনিয়নের মানুষের জন্য বিনামূল্যে ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও চক্ষু পরীক্ষার আয়োজন করে শিবচর ডায়াবেটিক সমিতি। এদিন সকাল ৭ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত দুই ইউনিয়নের ২শ রোগীর চক্ষু পরীক্ষা ও ৩শ রোগীর ডায়াবেটিস, ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এদিন রোগীদের ডায়াবেটিস পরীক্ষার জন্য স্থানীয় পল্লী চিকিৎসক ও কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে গ্লোকুমিটার বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, চিফ হুইপের ছোট বোন ও শিবচর ডায়াবেটিস সমিতির চেয়ারম্যান রাজিয়া চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলাম, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোছা: সেলিনা আকতার, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শাজাহান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম মিয়া, সাবেক পৌর প্রশাসক ও শিবচর ডায়াবেটিস সমিতির দাতা সদস্য মোসলেম উদ্দিন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও শিবচর ডায়াবেটিস সমিতির সহসভাপতি মো. তোফাজ্জল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইলিয়াস হোসেন পাশা, জেলা পরিষদের সদস্য আয়েশা সিদ্দিকী মুন্নি, শিবচর ডায়াবেটিস সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ খান পিটার, কার্যকরী পরিষদের সদস্য পাভেল চৌধুরী, মেহেবুবা রহমান তিশা, সহকারী কোষাধ্যক্ষ সনিয়া ফেরদৌসসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।