|
Date: 2023-05-14 21:11:44 |
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের সোমেশ্বরী নদীর বালিজুড়ি ব্রীজ সংলগ্ন ৩০০ মিটার দূর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নামাসিড়ি এলাকার সুরুজ আলীর পুত্র মোঃ রফিক (৪৫) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১৪ মে রবিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, ঝিনাইগাতী থানা পুলিশের সদস্যগণ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আসামীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। এছাড়াও বালু উত্তোলনে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্রীজের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ব্রীজটি যে কোন সময় ধ্বসে যেতে পারে। তিনি আরো বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024