|
Date: 2022-09-02 03:58:13 |
◾ নিউজ ডেস্ক
ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমার পর নৌপরিবহন মন্ত্রণালয় প্রতি কিলোমিটারে লঞ্চ ভাড়া কমিয়েছে ১৫ পয়সা। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টার পর এ ভাড়া কার্যকর হবে বলে মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়।
আদেশ অনুযায়ী, দূরত্ব ১০০ কিলোমিটারের কম হলে ভাড়া ৩ টাকা থেকে ১৫ পয়সা কমিয়ে ২ টাকা ৮৫ পয়সা করা হয় প্রতি কিলোমিটারে। দূরত্ব ১০০ কিলোমিটারের বেশি হলে ২ টাকা ৬০ পয়সার জায়গায় করা হয় ২ টাকা ৪৫ পয়সা। আর সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ৩৩ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৩০ টাকা।
ইউক্রেইন যুদ্ধকে কারণ দেখিয়ে গত ৬ আগস্ট সরকার ডিজেল-পেট্রলসহ সব জ্বালানি তেলের দাম বাড়ায় ৪০ থেকে ৫০ শতাংশ। তখন লঞ্চের ভাড়া বাড়ে ৩০ শতাংশ।
এর আগে গত বছর ৩ নভেম্বর আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ডিজেল-কেরোসিনে প্রতি লিটারে ২৩ শতাংশ দাম বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর জেরে ৭ নভেম্বর ১০০ কিলোমিটারের কম দূরত্বে লঞ্চে ভাড়া বাড়ানো হয় ৩৫ শতাংশ, আর এর বেশি দূরত্বের জন্য বাড়ানো হয় ৪২ শতাংশ।
এতে জিনিসপত্রের দাম বেড়ে বেকায়দায় পড়ে নিম্ন আয়ের মানুষ। চাপে পড়ে মধ্যবিত্তরাও। সারাদেশে নিয়মিত যাতায়াতকারীদের মধ্যে দেখা দেয় ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া। এমনকি আন্দোলনে নামে সরকারবিরোধী বিভিন্ন পক্ষ। সরকার সে সময় আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু সরকার আইএমএফ থেকে মাত্র ৩০ কোটি ডলার ঋণ পাওয়ার শর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টিও সামনে আসে। তাছাড়া এর আগে কয়েক বছর ধরে বিপিসি যথেষ্ট লাভ করায় নয় মাসের ব্যবধানে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সমালোচনা হয়।
রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি ২০১৪ থেকে ২১ পর্যন্ত জ্বালানি তেলের ব্যবসায় মুনাফা করে প্রায় ৪৭ হাজার কোটি টাকা। চলতি বছর প্রথম ভাগেও মুনাফা করে তারা। সুতরাং ইউক্রেইন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সময় জ্বালানি তেলে ভর্তুকি দেওয়ার দাবি ওঠে।
এরই মধ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) বিভিন্ন কেনাকাটায় অনিয়ম ও অডিট আপত্তি নিয়ে প্রশ্ন ওঠে। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে সংসদীয় কমিটি, যা গণমাধ্যমে প্রচারিত হয়।
© Deshchitro 2024