|
Date: 2023-05-10 11:46:29 |
দুর্বৃত্তদের হাতে নিহত শেরপুর সদর উপজেলার মধ্য খুনুয়া গ্রামের ব্যাটারি চালিত অটোরিকশা চালক উজ্জল হোসেনের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন জেলা যুব মহিলা লীগের সভাপতি, আদরজান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক এমপি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী। ৮ মে সোমবার রাতে সাবেক এ এমপি উজ্ঝল হোসেনের বাড়ীতে যান। প্রথমে তিনি সেলাই প্রশিক্ষণ প্রাপ্ত উজ্জলের মেয়েকে একটি সেলাই মেশিন ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও তিনি উজ্জলের নবজাতক শিশু সন্তানকে কোলে নিয়ে পরিবারকে শান্তনা প্রদান করেন। এসময় তিনি পরবর্তীতেও এ পরিবারকে সাহায্য সহযোগিতা প্রদানসহ ন্যায় বিচার প্রাপ্তির জন্যও আশ্বাস দেন। সদর উপজেলার মধ্য খুনুয়া গ্রামের মৃত হলু মিয়ার ছেলে ও তার পরিবারের একমাত্র উপার্জনযোগ্য সদস্য ব্যাটারি চালিত অটোরিকশা চালক উজ্জ্বল হোসেন (৪০) কে ২৮ এপ্রিল রাতে খুন করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ২৯ এপ্রিল উজ্জলের ময়না তদন্তের দিন তার স্ত্রীর আরেকটি সন্তান ভূমিষ্ঠ হয়। এ নিয়ে উজ্জলের ৬ মেয়ে, এক ছেলে, স্ত্রী ও বৃদ্ধ মাসহ ৯ সদস্যের পরিবার। উপার্জনের একমাত্র অভিভাবককে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে তারা। দিশেহারা এ পরিবারের দুঃখ দুর্দশার কথা শুনে সাবেক এমপি ও শেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফাতেমাতুজ্জহুরা শ্যামলী ছুটে যান উজ্জলের বাড়ীতে। এসময় জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, আওয়ামী লীগ নেত্রী রোজিনা তাসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাবেক এমপি শ্যামলীর এমন মানবিক কার্যক্রমের জন্য এলাকাবাসীসহ শেরপুর সদর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।
© Deshchitro 2024