জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আবু হোরাইরা ১৬ নামের এক মাদ্রাসা ছাত্র লাশ উদ্ধার করেছে পাঁচবিবি থানা পুলিশ । মঙ্গলবার ভোরে উপজেলার চকশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


হোরাইরা ঐ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও বাগজানা আছিরিয়া দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।


পরিবার সূত্রে জানা যায়, হোরাইরা রাতে পড়াশুনা করে নিজ ঘরে শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়াই ডাকাডাকি করে না উঠায় দরজা ভেঙ্গে নিজ ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।


পরে পুলিশকে খবর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক জানান, এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024