শিল্প , সাহিত্য ও  সংস্কৃতিক বিষয়ক অনলাইন ভিত্তিক সংগঠন শিল্পাঙ্গনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা  আগামী ১৯ মে শুক্রবার বিকাল  ৩ টায় চট্টগ্রাম  থিয়েটার ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত হবে।


প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা প্রসঙ্গে শিল্পাঙ্গনের  প্রতিষ্ঠাতা সভাপতি  কাজী মোছাম্মৎ শামীমা আক্তার রুবী বলেন - যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীর জন্ম হয় না । শিল্পাঙ্গন সেই লক্ষ্যে   গুণীজনদের প্রাপ্য সম্মান দেওয়ার বিষয়ে  সব সময় আন্তরিক।  তাই আমরা এবার শিল্পাঙ্গনের ২য়  প্রতিষ্ঠাবার্ষিকীতে শিল্প,  সাহিত্য  ও সংস্কৃতি জগতের  বেশ কজন গুণীজনকে স্মারক সম্মাননা দিতে যাচ্ছি।


উক্ত  প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে  কবি ,  সাহিত্যিক, লেখক,  সাংবাদিক ,   আমন্ত্রিত অতিথি  সহ সংশ্লিষ্ট সকলের   সরব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা করার জন্য   শিল্পাঙ্গনের  সভাপতি কাজী মোছাম্মৎ রেহানা আক্তার রুনা অনুরোধ করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024