|
Date: 2023-05-08 00:48:38 |
কোম্পানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপগান এবং ০৩(তিন) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
রোববার ( ০৭ মে ) নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম, পিপিএম (বার) দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্য অনুপ্রেরণায় অফিসার ইনচার্জ (ওসি) ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কোম্পানীগঞ্জ থানার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মাসুদ আলম পাটোয়ারী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাধীন ৫ নং চর ফকিরা ইউপির ৮ নং ওয়ার্ডস্ত চরফকিরা ১৬ নাম্বার হইতে ভুমিহীন বাজার গামী পাকা সড়কের জনৈক সেলিম মিয়ার চা দোকানের পৃর্ব পাশে বাগানের ভিতর অভিযান পরিচালনা করিয়া ০১(এক)টি দেশীয় তৈরি পাইপগান যাহা লম্বা অনুমান ১২ইঞ্চি এবং সবুজ রংয়ের ০৩( তিন) রাউন্ড কার্তুজসহ খবরের কাগজে মোড়ানো একটি পলি ব্যাগের ভিতর পাইয়া উপস্থিত সাক্ষীদের সামনে শনিবার দিবাগত রাত (০৭ মে ) ১২.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।
© Deshchitro 2024