|
Date: 2023-05-07 11:20:18 |
◾ ইমন হাওলাদার : সু-প্রাচীন কাল থেকে মানুষ পায়ে হেঁটে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন। কিন্তু কালের পরিক্রমায় মানুষ চাকা আবিষ্কারের মাধ্যমে গরুর গাড়ি,ঘোড়ার গাড়িতে যাতায়াত শুরু করে।এক পর্যায়ে ইঞ্জিন আবিষ্কার হলে,মানুষ ইঞ্জিন চালিত গাড়ি,লঞ্চ,ইস্টিমার, জাহাজ,ট্রেন,বিমানে চলাচল শুরু করে।
বর্তমান সময়ের প্রেক্ষিতে জীবনকে সহজ ও আরামদায়ক করার জন্য পা ফেলতেই মানব জাতির প্রয়োজন হয় ইঞ্জিন চালিত যানবাহনের। এতে করে জীবন সহজ ও আরামদায়ক হলেও দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলোতে মানুষকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে রাজধানী সহ অনেক জেলা শহর থেকে নিজ জন্মভূমি গ্রামে আসতে পড়তে হয় চরম দুর্বিপাকে।
গুনতে হয় বাড়তি ভাড়া। এছাড়াও দূরপাল্লার গাড়ীতে ভ্রমন কারি গন রাজধানী থেকে নিয়ে আসে। পরিবারের সদস্যদের জন্য পছন্দের সকল সামগ্রী।
সকলে স্বপ্ন নিয়ে বসে থাকে যে তাদের পরিবারের সদস্য তাদের জন্য রাজধানী থেকে তাদের পছন্দের দ্রব্য-সামগ্রী নিয়ে আসছে। অতিরিক্ত কোনো মালামাল বহন করলে তা রাখতে হয় গাড়ির বক্সে। ব্যাগের টোকেন না দেওয়ার ফলে এক জনের ব্যাগ অন্যজন নিজের দাবি করে খুব সহজেই নিজের করে নিতে পাড়ে। আবার অনেক সময় দেখা যায় একই ডিজাইনের ব্যাগ হওয়ায় অনিচ্ছাকৃত ভাবে নিয়ে যাচ্ছে একে অপরের ব্যাগ। তাই দূরপাল্লার গাড়ি গুলোতে বক্সে মালামাল রাখলে যাতে সবাইকে টোকেন দেওয়া হয় এবং যে বক্সে ব্যাগ রাখবে সে যাতে সঠিক ব্যাগটি বাছাই করে নিতে পাড়ে।তারজন্য চাই প্রয়োজনীয় পদক্ষেপ।
লেখক: ইমন হাওলাদার
শিক্ষার্থী, ঢাকা কলেজ
© Deshchitro 2024