‘মালিক শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১ মে সোমবার সকাল ১১ টায় ঝিনাইগাতী উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে স্থানীয় খাদ্য ব্যাবসায়ী সমিতির হল রুমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক চাঁন। নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি একেএম ছামেদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফকির আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম। সমাবেশে বক্তারা বলেন, সরকার দেশের শ্রমজীবী মানুষের জীবন-মান উন্নয়ন ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। সমাবেশ শেষে এক মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024