পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা কৃষক লীগের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শনিবার সন্ধ্যায় উপজেলা কৃষক লীগের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান গোলাপ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক লীগের সহসভাপতি আবুল লতিফ তারিন। বিশেষ অতিথি ছিলেন বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ আজিজার রহমান আজু।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, পৌর কৃষক লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আকতারুন নাহার সাখি, জেলা কৃষক লীগের প্রচার সম্পাদক রুহুল আমিন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মকলেছার রহমান, হুমায়ূন কবীর, সাধারণ সম্পাদক জয়নুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনুর রশিদ ও এ রায়হান চৌধুরী রকি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা কৃষক লীগ, যুব লীগ, ছাত্র লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ‌ ছয় ইউনিয়নের কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি তারিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ   হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নসহ  দেশের সর্বোপরী উন্নয়নে মহাজাগরণ সৃষ্টি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে বিশ্বে প্রশংসিত হয়েছেন।

তিনি আরো বলেন, ভ্রাতৃত্ববোধের সহায়ক ভুমিকা হচ্ছে ঈদ পুনর্মিলনী   অনুষ্ঠান উল্লেখ করে তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024